আর কোনো আন্তর্জাতিক ম্যাচে ভারতীয় দলের কোনো ক্রিকেটারকে ১০ নম্বর জার্সি পরে দেখা যাবে না। এই ১০ নম্বর জার্সিটি ছিল ভারতীয় ক্রিকেটের লিজেন্ড সচীন তেন্ডুলকারের। এই মুহুর্তে ভারতের কোনো ক্রিকেটারই সচীনের প্রতি শ্রদ্ধাবশত ওই ১০ নম্বর জার্সিটি পরতে রাজি নন।
সচিন তেন্ডুলকর একদিনের ক্রিকেটে পুরো কেরিয়ারেই এই জার্সি পরেই খেলেছেন তাই এই নম্বরের জার্সিটা সচিনের সঙ্গেই কার্যত জড়িয়ে গিয়েছে। ২৪ বছরের কেরিয়ারের পর তিনি ২০১৩-র নভেম্বরে অবসর নিয়েছিলেন। ১০ নম্বর জার্সিতে তিনি শেষ ম্যাচ খেলেছিলেন ২০১২-র মার্চে পাকিস্তানের বিরুদ্ধে ।
তার প্রায় ৫ বছর পরে ২০১৭ সালের আগষ্ট মাসে মুম্বাইয়ের বোলার শার্দূল ঠাকুর ওই ১০ নম্বর জার্সি পরে খেলেছেন কলম্বোয় শ্রীলংকার বিরুদ্ধে অভিষেক ম্যাচে। যার জন্য শার্দুল ঠাকুর ও বোর্ডকে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার মুখে পড়তে হয়। এই ঘটনার পর বোর্ড কর্তা জানিয়েছেন এই জার্সি আর কোনো আন্তর্জাতিক ম্যাচে নয়। এমনকি, আইপিএলের দল মুম্বই ইন্ডিয়ান্সও সচীনের অবসরের পর এই জার্সি তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছে।
সূত্রের খবর অনুযায়ী, বোর্ড প্রথমসারির ক্রিকেটারদের সঙ্গেও এই জার্সি তুলে রাখার বিষয়ে দলের কথা বলেছে। তাঁরাও ওই নম্বরের জার্সি তুলে রাখার পক্ষেই মত দিয়েছেন।
Be the first to comment