রোজদিন ডেস্ক :-
আইটিআই বা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইন্সটিটিউটের জাতীয়স্তরের পরীক্ষায় আবারও পশ্চিমবঙ্গের মুখোজ্জ্বল করলেন বাংলার তরুণ তরুণীরা।
সম্প্রতি অল ইন্ডিয়া ট্রেড টেস্ট হয়। তাতে শীর্ষ স্থানে থাকা ২৮ জনের মধ্যে ১১ জনই বাংলার। মঙ্গলবার সন্ধেয় টুইটে এ খবর জানিয়ে কৃতীদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রসঙ্গত, গত বছর আইটিআইয়ের সর্বভারতীয় প্রতিযোগিতায় শীর্ষ স্থানে চিল বাংলার চারজন তরুণ তরুণী। এবারে সেই সংখ্যা প্রায় তিনগুণ বৃদ্ধি পেয়েছে।
টুইটে মুখ্যমন্ত্রী লিখেছেন, “আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমাদের আইটিআই প্রশিক্ষণার্থীরা আবারও জাতীয় স্তরের পরীক্ষা – অল ইন্ডিয়া ট্রেড টেস্ট (এআইটিটি), ২০২৪ এও ভাল পারফর্ম করেছেন।”
উল্লেখ, এই ১১ জনের মধ্যে ৬জনই তরুণী। টুইটে কৃতীদের সকলকে অভিনন্দন জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, “আমি তরুণ ছেলে-মেয়েদের এবং এই অসাধারণ কৃতিত্বের সঙ্গে জড়িত সকলকে অভিনন্দন জানাচ্ছি।
Glad to inform that our ITI trainees have once again performed exceptionally well at national level exam – All India Trade Test (AITT), 2024.
Out of 28 toppers across the nation from different course categories, 11 of them are our ITI students of which six of them are girls.
In…
— Mamata Banerjee (@MamataOfficial) October 22, 2024
Be the first to comment