কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করতে দিল্লি যাচ্ছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার এই সরকারী বৈঠক নিয়ে ইতিমধ্যেই কানাঘুষো শুরু হয়ে গিয়েছে। কেননা গত মাসেও রাজ্যপাল এ রাজ্যের আইন-শৃঙ্খলা সহ বিভিন্ন বিষয়ে রিপোর্ট দিয়েছিলেন কেন্দ্রকে। তারপরে আবার স্বরাষ্ট্রমন্ত্রী সঙ্গে তার এই বৈঠক নিয়ে তাই যথেষ্ট আলোচনা শুরু হয়েছে রাজ্যের শাসক দলের মধ্যে।
আগামী ২৮ থেকে ৩০ অক্টোবর তার দিল্লিতে সরকারি সফর হবে। রাজভবনের টুইটারে খবর এই জানিয়ে তার সফর সূচি প্রকাশ করা হয়েছে। ২৮ অক্টোবর তিনি দিল্লি যাবেন। ৩০ অক্টোবর তিনি কলকাতায় ফিরবেন। তার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে ২৯ অক্টোবর বৈঠকে জল্পনা ছড়িয়েছে।
কিছুদিন আগেই দিল্লি গিয়েছিলেন রাজ্যপাল সেবারেও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন তিনি। তারপরে রাজ্যপাল এরাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সহ বিভিন্ন বিষয়ে রিপোর্ট তৈরি করে পাঠিয়েছিলেন কেন্দ্রের কাছে। যার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দুর্গা পুজোর আগেই এক টিভি চ্যানেলের সাক্ষাৎকারে এ রাজ্যে রাষ্ট্রপতি শাসনের প্রসঙ্গ টেনে এনে ছিলেন এবং সেখানেই রাজ্যপালের রিপোর্টের কথাও তিনি উল্লেখ করেছিলেন। এমনকি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সেই সাক্ষাৎকারে এ রাজ্যের থেকে আইন-শৃঙ্খলা পরিস্থিতি কেরালার থেকে খারাপ বলে দাবি করেছিলেন।
Be the first to comment