চতুর্থবারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন নীতীশ কুমার, টুইটৈ শুভেচ্ছা মুকুলের

Spread the love

ফের বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন নীতীশ কুমার। একটানা চারবার বিহারের মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসলেন নীতীশ। এদিনের শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জোড়া উপমুখ্যমন্ত্রী পাচ্ছে বিহার। ভোটে কারচুপির অভিযোগ এনে শপথগ্রহণ অনুষ্ঠান বয়কট আরজেডি-র।

একটানা চার বার বিহারের মুখ্যমন্ত্রীর কুর্সিতে জেডিইউ সুপ্রিমো নীতীশ কুমার। সোমবার নির্ধারিত সময়েই রাজভবনে শপথ নিলেন নীতীশ কুমার। নীতীশের শপথে এদিন হাজির ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। এবার বিহারবাসী পেলো জোড়া উপ-মুখ্যমন্ত্রী। বিহারের উপ-মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারকিশোর প্রসাদ ও রেণুদেবী।

সুশীল মোদীকে সরিয়ে এবার তারকিশোর প্রসাদ ও রেণুদেবীকে উপ-মুখ্যমন্ত্রী করায় পরোক্ষে নীতিশের উপরেই চাপ বাড়াল বিজেপি। এমনই মত রাজনৈতিক মহলের। মুখ্যমন্ত্রী হলেও এবার নীতিশ কুমারের চলার পথ আরও বেশি কঠিন হতে চলেছে।

বিহারের পূর্বতন এনডিএ সরকারের উপ-মুখ্যমন্ত্রী সুশীল মোদীর সঙ্গে বরাবর সম্পর্ক ভালো ছিল নীতীশ কুমারের। সেই কারণেই বিগত পাঁচ বছরে বিহার শাসনে বেগ পেতে হয়নি নীতীশ কুমারকে।

এদিকে, বিহারের বিধানসভা নির্বাচনে কারচুপির অভিযোগ এনে এদিনের শপথগ্রহণ অনুষ্ঠান বয়কট করেছে আরজেডি। সোমবার আরজেডি-র কোনও নেতাই নীতীশের শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন না।

তবে মুখ্যমন্ত্রী হিসেবে নীতীশ কুমারের মুখ্যমন্ত্রী হিসেবে কাজ চালিয়ে যাওয়া এবার সহজ হবে না বলেই মনে করে কংগ্রেস। কংগ্রেস নেতা তারিক আনোয়ারের দাবি, নীতীশ কুমার মুখ্যমন্ত্রী হলেও এবার তাঁকে নিয়ন্ত্রণে রাখার জন্য ‘রিমোট’ অন্য কারও হাতে থাকবে।

এদিন নীতীশ কুমারকে টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি মুকুল রায়।

দেখুন টুইট!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*