পিকের দেওয়া সঠিক তথ্য কাউন্টার করতে নেমেছে বিজেপিঃ সৌগত রায়

Spread the love

 পি কে-র চাকরির মন্তব্য প্রসঙ্গে এবার দিলীপ ঘোষকে পাল্টা আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান নেতা সৌগত রায়। তিনি বলেন, প্রশান্ত কিশোরের তথ্য সঠিক। এটা প্রকাশ্যে আসার পরে হইচই শুরু হয়েছে। এইসব তথ্য কাউন্টার করার জন্য বিজেপি এই ধরনের কথা বলছে।

সোমবারই বিজেপির উদ্দেশে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক উপদেষ্টা প্রশান্ত কিশোর। তিনি স্পষ্ট ভাষায় বলেন, বিজেপি দুই অঙ্ক ছাড়ালে আমি টুইটার ছেড়ে দেব। পিকের এই বিবৃতিকে কেন্দ্র করে সরগরম রাজ্য রাজনীতি। এরপরই এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, মে মাসে চাকরি চলে যাবে প্রশান্ত কিশোরের।

এই প্রসঙ্গে আজ তৃণভবনে সাংবাদিক বৈঠকে সাংসদ তথা তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান নেতা সৌগত রায় বলেন, আমরা প্রশান্ত কিশোরের টুইটকে সমর্থন করি। তিনি আমাদের দলের ইলেকশন স্ট্র্যাটেজিস্ট। আমরা মনে করি ওঁর দেওয়া তথ্যটা ঠিক। এর আগে পাঁচটা রাজ্যের বিভিন্ন দলকে তিনি জিতিয়েছেন। ওঁর ফিগারটা বেরিয়ে যাওয়ার পরে যে হইচই হয়েছে, তাকে কাউন্টার করার জন্য বিজেপি এসব বলছে। এই বক্তব্যের কোনও যুক্তি নেই। প্রশান্ত কিশোর দলের কিছু নন। উনি কনসালটেন্ট। দলকে পরামর্শ দেন। ওর কথা যদি মিলে যায় তাহলে বিজেপি কী করবে সেটা তাদের বিষয়। ২০১৪ সালে এইভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পরামর্শ দিয়েছিলেন প্রশান্ত কিশোর।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*