বাংলায় একদিনে কমেছে টেস্ট, কমলো মৃত্যু ও আক্রান্তের সংখ্যা

Spread the love

রাজ্যে প্রথম দফার দ্বিতীয় দিনের টিকাকরণ সম্পর্ক হয়েছে৷ অন্যদিকে গত ২৪ ঘন্টায় বাংলায় করোনা নমুনা টেস্ট হয়েছে প্রায় ১৯ হাজার ৷ তারফলে একদিনে কমেছে মৃত্যু ও সংক্রমণ ৷

সোমবার সন্ধ্যায় রাজ্য স্বাস্থ্য ভবন বুলেটিনের তথ্য অনুযায়ী,গত ২৪ ঘন্টায় বাংলায় করোনা আক্রান্ত ৩৮৯ জন৷ মৃত্যু হয়েছে আরও ১০ জনের ৷ তবে একদিনে করোনা নমুনা টেস্ট কমে ১৮,৮৭৫ টি সুতরাং বলা যায় টিকাকরণ শুরু হলেও বিদায় নেয়নি করোনা ৷

এই পর্যন্ত রাজ্যে মোট আক্রান্তের সংখ্যাটা বেড়ে ৫ লক্ষ ৬৫ হাজার ৬৬১ জন৷ আর মোট মৃতের সংখ্যা ১০,০৬৩ জন৷ এদের মধ্যে শুধু কলকাতায় মৃত্যু হয়েছে ৩,০৪৫ জনের৷ আর উত্তর ২৪ পরগণার সংখ্যাটা ২,৪৪১ জন৷ গত ২৪ ঘন্টায় কলকাতায় মৃত্যু হয়েছে মাত্র ১ জনের ৷ আর উত্তর ২৪ পরগণায় ৫ জন ৷

তবে এদিন কম টেস্ট হয়েছে বঙ্গে ৷ মাত্র ১৮ হাজার ৮৭৫ টি ৷ রবিবার ছিল ২৬ হাজার ২৩১ টি ৷ সব মিলিয়ে বাংলায় মোট করোনা টেস্ট হয়েছে সাড়ে ৭৬ লক্ষের বেশি ৷ তথ্য অনুযায়ী ৭৬ লক্ষ ৬৬ হাজার ২৩৮ টি৷ ফলে প্রতি ১০ লক্ষ জনসংখ্যায় টেস্টের সংখ্যা বেড়ে হল ৮৫,১৮০ জন ৷

স্বস্তির খবর,রাজ্যে একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৫৬৯ জন৷ রবিবার ছিল ৬২১ জন৷ শনিবার ছিল ৬৬৬ জন৷ তারফলে রাজ্যে মোট সুস্থ হয়ে উঠেছেন ৫ লক্ষ ৪৮ হাজার ৭০৫ জন৷ আর সুস্থতার হার বেড়ে ৯৭.০০ শতাংশ ৷ তবুও চিন্তা বাড়াচ্ছে মৃত্যুহার৷ ১৭ জানুয়ারির তথ্য অনুযায়ী, বাংলায় মৃত্যু হার ১ দশমিক ৭৮ শতাংশ ৷ বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ১ হাজার ৬০৪ জন ৷ হোম আইসোলেশনে ৫ হাজার ৪২৯ জন ৷ আর সেফ হোমে রয়েছেন মাত্র ৫০ জন ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*