কোভিড পরিস্থিতিতে মোদী সরকারের বাজেটের তীব্র সমালোচনা করল তৃণমূল কংগ্রেস ৷ এই বাজেটকে মামুলি, দিশাহীন বাজেট বলে কটাক্ষ করেছে তারা। বিধানসভা নির্বাচনের আগে বাংলার জন্য কল্পতরু মোদী সরকার। বাংলার রাস্তা উন্নয়ন ও রেলের জন্য বাজেটে মোটা টাকা বরাদ্দ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। বাংলার রাস্তার উন্নয়নে বাজেটে বরাদ্দ হয়েছে ২৫ হাজার কোটি টাকা। পশ্চিমবঙ্গে চা শ্রমিক কল্যাণে মোটা অঙ্ক বরাদ্দ করেছেন নির্মলা সীতারমণ ৷
রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের প্রতিক্রিয়া, বাজেটে আম জনতাকে এক প্রকার ভাঁওতা দিয়েছে মোদী সরকার। একেবারে মামুলি, দিশাহীন বাজেট হয়েছে। তিনি অভিযোগ করেছেন আমজনতার কথা ভেবে বাজেট করেনি মোদী সরকার। রাজ্যের মন্ত্রীর দাবি, আয়কর ছাড়ে নতুন কোনও কথা নেই। এতে এক প্রকার সাধারণ মানুষকে হতাশ করেছেন মোদী সরকার।
সুব্রত মুখোপাধ্যায় বলেছেন, মোদী সরকারের বাজেটে মধ্যবিত্তের জন্য কিছু নেই। পুরোটাই ধনীদের কথা ভেবে বাজেট করা হয়েছে। পেট্রোল-ডিজেলের দাম হু হু করে বাড়বে। তার জন্য ফের জিনিসের দাম বাড়বে। এতে আরও চাপ বাড়বে মধ্যবিত্তের পটেকে। কেবল মাত্র প্রবীণদের আয়করে ছাড় দিয়ে মন জয়ের চেষ্টা হয়েছে। কিন্তু সেটা যে বয়স থেকে করা হয়েছে তাতে খুব একটা সুরহা হবে না তাঁদের।
এদিন, তৃণমূলের তরফে ডেরেক ও’ ব্রায়ান এক টুইটে মোদী সরকারকে খোঁচা দিয়ে বলেন, এই প্রথম ‘পেপারলেস বাজেট যেমন পেশ হল তেমনই এই প্রথম ১০০ শতাংশ ভিশন লেস বাজেটও পেশ হল।’ তিনি বাজেটকে ফেক বাজেট তকমা দিয়ে দেশকে বিক্রি করার নামান্তর এই বাজেট বলে বার্তা দেন। এবিষয়ে বন্দর থেকে পিএসইউ , বীমা, রেলের উল্লেখ করেন তিনি।
Be the first to comment