স্ট্র্যান্ড রোডের নিউ কয়লাঘাট বিল্ডিংয়ের ভয়াবহ আগুন; ঘটনাস্থলে মুখ‍্যমন্ত্রী, আগুন নেভাতে গিয়ে কমপক্ষে ১০ জনের মৃত্যুর আশঙ্কা

Spread the love

ফেয়ারলি প্লেসে রেলের বহুতলে অগ্নিকাণ্ডের ঘটনায় সাতজন প্রাণ হারালেন। সোমবার রাতে দমকলমন্ত্রী সুজিত বসু একথা জানিয়েছেন। মৃতদের মধ্যে চারজন দমকল কর্মী। বাকিদের মধ্যে একজন হেয়ার স্ট্রিট থানার ASI হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া এক RPF কর্মীরও প্রাণ গিয়েছে। শনাক্ত করা যায়নি সপ্তমজনের দেহ। মর্মান্তিক এই দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে মৃতদের পরিবার পিছু ১০ লাখ টাকার আর্থিক সহযোগিতার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী, দিয়েছেন সরকারি চাকরির আশ্বাসও।

নন্দরামের ভয়াবহ স্মৃতি ফিরল স্ট্র্যান্ড রোডে। আগুন নেভাতে গিয়ে বাড়ির ভিতরে ঝলসে মৃত্যু সাত জনের। জানা গিয়েছে আগুনে নেভানোর জন্য লিফটে করে ওই অভিশপ্ত বহুতলের ১২ তলায় গিয়েছিলেন বেশ কয়েকজন দমকলকর্মী সহ আরপিএফ কর্মী। তারাই এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার।

এদিনই সন্ধে ৬.১০ নাগাদ আগুন লাগে নিউ কয়লাঘাট বিল্ডিং নামের ওই বহুতলে। সেখানে রয়েছে পূর্ব রেলের দফতর। অত উচ্চতায় আগুনের লেলিহান শিখাকে বাগে আনাই ছিল দমকলকর্মীদের চ্যালেঞ্জ। অত উঁচু বিল্ডিংয়ে আগুন নেভাতে আনা হয় অত্যন্ত অত্যাধুনিক হাইড্রলিক ল্যাডার ব্রন্টোস্কাইলিড এফ-৫৫। আগুন নিয়ন্ত্রণে এলেও ভিতরে এখনও আগুনের ফুলকি রয়েছে বলে খবর। বাইরে থেকে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন দমকলকর্মীরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*