
রোজদিন ডেস্ক, কলকাতা:- ভয়াবহ দুর্ঘটনা হাওড়ার বালিতে। ট্যাক্সি এবং ডাম্পারের মুখোমুখি দুর্ঘটনায় মৃত্যু হল দুই জনের।
বুধবার রাত সাড়ে ১১টা নাগাদ বালির তর্ক সিদ্ধান্ত লেন সংলগ্ন জি টি রোড এলাকায় হলুদ ট্যাক্সি এবং ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে মৃত ২ সহ আহত ৪।
স্থানীয় সূত্রে খবর, এদিন রাতে বালিখাল থেকে বেলুড় মঠগামী একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো দিক থেকে আশা একটি হলুদ ট্যাক্সিকে ধাক্কা মেরে পাশে থাকা একটি ভগ্নপ্রায় বাড়ির মধ্যে ঢুকিয়ে দেয়। ঘটনাস্থলে মৃত্যু হয়েছে ওই ট্যাক্সি চালকের এবং ট্যাক্সিতে থাকা এক মহিলা আরোহীর। পলাতক ডাম্পারের চালক ও খালাসি।
অন্যদিকে, ওই ট্যাক্সির পেছনে এসে সজোরে ধাক্কা মারে দুটি বাইক। আশঙ্কাজনক অবস্থায় ওই চার বাইক আরোহীকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরবর্তীকালে তিনজনকে মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়। এর জেরে জিটি রোডে কয়েক ঘন্টার জন্য সম্পূর্ণ বন্ধ হয়ে যায় যান চলাচল।
পরে বালি থানা এবং বালি দমকল গিয়ে গ্যাস কাটার দিয়ে দুমড়েমুজরে যাওয়া ট্যাক্সিটিকে কেটে উদ্ধার করা হয় মৃতদেহগুলি। ঘটনাস্থলে উপস্থিত হন বালি বিধানসভার বিধায়ক ডাক্তার রানা চ্যাটার্জী। ‘এটি মর্মান্তিক দুর্ঘটনা, বালির বুকে এতো দূর্ঘটনা এর আগে কখনো ঘটে নি’, বললেন বালির বিধায়ক।
Be the first to comment