রোজদিন ডেস্ক, কলকাতা:-স্বাস্থ্য পরিষেবায় দৃষ্টান্ত স্থাপন করেছে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র। এটি মডেল কেন্দ্র হিসেবে পরিগণিত হয়েছে। সম্প্রতি এমনটাই দাবি করছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর উদ্যোগে গত ২ জানুয়ারি থেকে ডায়মন্ড হারবারে শুরু হয়েছে ‘সেবাশ্রয়’ কর্মসূচি। বিনামূল্যে চিকিৎসার পাশাপাশি স্বাস্থ্য পরীক্ষা, ওষুধ প্রদান এবং গুরুতর অসুস্থদের হাসপাতালে স্থানান্তরের উদ্যোগও নেওয়া হচ্ছে এই কর্মসূচির মাধ্যমে।
শনিবার বিকালে অভিষেক তাঁর এক্স হ্যান্ডেলে পোষ্ট করে লেখেন, এদিন বিকাল সাড়ে ৩টে পর্যন্ত একটি বিধানসভা কেন্দ্রে এই ১০দিনে ইতিমধ্যেই ২ লক্ষ ৪০ হাজার মানুষের কাছে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়া হয়েছে। শুধু শনিবারই প্রায় ৫২ হাজার ১৫০ জনকে চিকিৎসা পরিসেবা দেওয়া হয়েছে।
SEBAASHRAY sets a NEW BENCHMARK! Over 2.4 LAKH (2,40,000) people served from a single AC in just 10 days!
Today’s footfall of 52,150 patients (as of 3:30 PM) is yet another testament to the tremendous impact of this incredible initiative.
Kudos to the relentless efforts of… pic.twitter.com/Vo1UKt52sH
— Abhishek Banerjee (@abhishekaitc) January 11, 2025
এদিন অভিষেক তাঁর পোষ্টে এই পরিষেবার সাথে জড়িত সকল চিকিৎসক, নার্স, স্বেচ্ছাসেবকদের কুর্নিশ জানিয়ে লেখেন, ‘এই যাত্রা আরও অনেক সাফল্যের দিকে এগিয়ে চলুক। থামানো যাবে না এই গতি!’
উল্লেখ্য, করোনার সময়েও ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে দুয়ারে চিকিৎসক, ভ্যাক্সিনেশন, র্যাপিড অ্যান্টিজেন টেস্টের ব্যবস্থা করা হয়েছিল। তারপর অভিষেকের উদ্যোগে নতুন এই ‘সেবাশ্রয়’ কর্মসূচির সূচনা হয়েছে।
Be the first to comment