ছত্তিশগড়ের বস্তারে নিরাপত্তা বাহিনীর এনকাউন্টারে খতম ২ মাওবাদী

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:-  ছত্তিশগড়ের বস্তারে নিরাপত্তা বাহিনীর এনকাউন্টারে নিহত দুই মাওবাদী। তাদের নাম ডিভিসিএম হালদার এবং এসিএম রামে। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে একে-৪৭ রাইফেল সহ বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র এবং বিস্ফোরক।
একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেলা রিজার্ভ গার্ড (ডিআরজি) এবং বস্তার ফাইটারদের যৌথ দল ১৫ এপ্রিল একটি অভিযান চালায়। সেই সময় ছত্তিশগড়ের কোন্ডাগাঁও এবং নারায়ণপুর সীমানায় অবস্থিত কিলাম-বারগুম এলাকার জঙ্গলে দু’পক্ষের সংঘর্ষ হয়েছে। নিরাপত্তা বাহিনীর গুলিতে দুই মাওবাদীর মৃত্যু হয়েছে।এলাকায় তল্লাশি অভিযান চলছে।
এর আগে শনিবার সকালে ছত্তিশগড়ের বিজাপুর জেলায় নিরাপত্তা বাহিনীর এনকাউন্টারে মৃত্যু হয়েছিল ৩ মাওবাদীর। সেদিন সকাল ৯টা নাগাদ ইন্দ্রাবতী জাতীয় উদ্যান এলাকার একটি জঙ্গলে মাওবাদী-দমন অভিযানে বের হয় নিরাপত্তা বাহিনী। সেই সময় বন্দুকযুদ্ধ শুরু হয়। বিজাপুর ও দান্তেওয়াড়ার জেলা রিজার্ভ গার্ড (ডিআরজি), স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ), কোবরা (কমান্ডো ব্যাটালিয়ন ফর রেজোলিউট অ্যাকশন) ব্যাটালিয়নের সদস্যরা অভিযানে অংশ নিয়েছিলেন। সেদিন ঘটনাস্থল থেকে তিনজন মাওবাদীর দেহ, অস্ত্র, বিস্ফোরক উদ্ধার হয়েছিল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*