আহিরীটোলা ঘাটে ট্রলি ব্যাগে টুকরো টুকরো দেহ ফেলতে এসে পুলিশের জালে ২ মহিলা

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- দেহ লোপাটের পরিকল্পনা দুই মহিলার। ট্রলি ব্যাগে টুকরো টুকরো দেহ ভরে ট্যাক্সিতে করে শহরের বিভিন্ন গঙ্গার ঘাটে ঘুরছিলেন ওই দুই মহিলা। পৃথক করা হয়েছিল মুন্ডুটিও। পরে উত্তর কলকাতার আহিরিটোলা ঘাটের কাছে এসে ট্রলি ব্যাগে থাকা ওই দেহের টুকরোগুলি ফেলতে গেলে তা স্থানীয় মানুষের নজরে আসে। এলাকার বাসিন্দাদের সন্দেহ হওয়াতে তাঁরা প্রতিবাদ জানালে ওই দুই মহিলার সঙ্গে তাঁদের ঝামেলা বাঁধে। পরে পুলিশ এসে ওই মহিলাদের কাছ থেকে ট্রলি ব্যাগ উদ্ধার করে চেন খুলতেই চোখ কপালে ওঠে তদন্তকারীদের। পুলিশ দেখে ব্যাগের মধ্যে ভর্তি দেহের টুকরো। তখনই তাদের আটক করে থানায় নিয়ে আসে। পাশাপাশি ট্যাক্সিচালককেও আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, মঙ্গলবার সকালে আহিরিটোলা ঘাটের কাছে থাকা মানুষজনের চোখে পড়ে, একটি ট্যাক্সি থেকে দুই মহিলা নামেন ঘাটের কাছে। তাদের সঙ্গে ছিল একটি সুটকেস। সেই সুটকেসটি গঙ্গার জলে ফেলে দেওয়ার সময়েই স্থানীয়রা আটকান তাদের। জিজ্ঞাসাবাদ করায় মহিলারা জানান, সুটকেসে কুকুরের মৃতদেহ আছে। তা তারা ভাসাতে এসেছেন। কিন্তু তাতে সন্দেহ হয় স্থানীয় মানুষজনের। খবর দেওয়া হয় পুলিশে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ প্রথমে দুই মহিলাকে আটক করে। এরপর সুটকেস খুলে দেখা যায়, তাতে এক মহিলার মুণ্ডহীন তিন টুকরো দেহ রয়েছে!
বিষয়টি যে খুনের এবং তার প্রমাণ লোপাটের জন্য দেহ জলে ভাসিয়ে দেওয়ার পরিকল্পনা, তা নিয়ে প্রাথমিকভাবে নিশ্চিত হয় পুলিশ। ২ মহিলাকে আটক করে প্রিজন ভ্যানে তোলা হয়। সকাল সকাল খাস কলকাতায় এভাবে দেহ লোপাটের চেষ্টা দেখে রীতিমতো তাজ্জব সকলে। ওই মহিলাদের উপর জনরোষ আছড়ে পড়ে। প্রিজন ভ্যান থেকে তাদের ছিনিয়ে নেওয়ার চেষ্টাও হয়। রণক্ষেত্র হয়ে ওঠে আহিরিটোলা ঘাট চত্বর। পুলিশ পরিস্থিতি সামাল দেয়। ধৃত মহিলাদের জিজ্ঞাসাবাদ করে বিস্তারিত জানার চেষ্টা চলছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*