
রোজদিন ডেস্ক, কলকাতা:- রবিবার সকালে ঘটলো এক মর্মান্তিক দুর্ঘটনা।২০ বছরের এক যুবক যার স্বপ্ন ছিল সেনাবাহিনীতে যোগ দেবার আর সেইমতো প্রস্তুতিও নিচ্ছিল। কিন্তু প্রস্তুতি নিতে গিয়ে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে নিখোঁজ যুবক।
ঘটনাটি ঘটেছে ভাটপাড়া থানার কাঁকিনাড়া গঙ্গার ঘাটে। নিখোঁজ যুবক ২০ বছরের বিশ্ব প্রতাপ দাস ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। নিখোঁজ যুবকের পিতা ইন্দ্রাসন দাস জানান, উচ্চ মাধ্যমিক পাশের পর ছেলে সেনাবাহিনীতে যোগ দেবার জন্য প্রস্তুতি নিচ্ছিল। প্রতিদিন সকাল পাঁচটায় বাড়ি থেকে বেরিয়ে মাঠে অনুশীলন শেষে আটটায় বাড়ি ফিরতো। কিন্তু আজ আটটা বেজে গেলেও, ছেলে বাড়ি না ফেরায় ওকে ফোন করি। কিন্তু ছেলে ফোন রিসিভ করেনি। পাঁচ মিনিট বাদে ছেলে কল ব্যাক করে জানায়, বন্ধুদের সঙ্গে গঙ্গা ঘাটের সিঁড়িতে বসে স্নান করে বাড়ি ফিরবো। পৌনে ন’টা নাগাদ ফোন করলে ওর এক বন্ধু রিসিভ করে জানায় তাঁরা কাঁকিনাড়া গঙ্গার ঘাটে আছে। তৎক্ষনাৎ গঙ্গার ঘাটে এসে শুনি একজন যুবক তলিয়ে গেছে। এরপর ঘাটের সিঁড়ি থেকে ওর মোবাইল, চটি ও গেঞ্জি খুঁজে পাই। ভাটপাড়া থানার পুলিশের উপস্থিতিতে গঙ্গায় ডুবুরি নামিয়ে নিখোঁজ যুবকের খোঁজ চলছে।
Be the first to comment