ভারতীয় দূতাবাসের কাছে বিস্ফোরণ, চাঞ্চল্য নেপালে
নেপালের বিরাটনগরে ভারতীয় দূতাবাসের সামনে বিস্ফোরণকে ঘিরে চাঞ্চল্য। সূত্রের খবর, ২ বাইক আরোহী এই বোমা বিস্ফোরণ ঘটায়৷ এর পিছনে পাকিস্তানের আইএসআই-এর হাত রয়েছে বলে মনে করা হচ্ছে। সোমবার রাতের দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এই বিস্ফোরণে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। জানা গেছে, বিস্ফোরণের ফলে দূতাবাসের পশ্চিম দেওয়ালে একটি গর্ত তৈরি হয়। তবে এতে কেউ আঘাত পাননি বলেই জানিয়েছেন কর্মকর্তারা। এ ব্যাপারে ভারতীয় দূতাবাসের আধিকারিকরা জানান, বিস্ফোরণের সময় কেউ দূতাবাসে ছিলেন না। ঘটনার তদন্ত শুরু করেছে নেপাল পুলিশ। উল্লেখ্য, ২০১৫ সালে নেপালে ও ভারতের বিহার রাজ্যের উত্তরাঞ্চলে বন্যার সময় অস্থায়ী এই কার্যালয়টি স্থাপন করেছিলো ভারত। এদিকে পুলিশ সুপারিন্টেডেন্ট অরুণ কুমার বি সি জানিয়েছেন, দোষীদের উপযুক্ত শাস্তি দেওয়া হবে। প্রসঙ্গত, গত মাসেই ভয়াবহ বিস্ফোরণ হয় কাবুলে। স্থানীয় একটি হাসপাতালের কাছে আত্মঘাতী জঙ্গি হামলায় […]