এখন শুধু সরকারী সিলমোহরের অপেক্ষা, জনমত থেকে সমীক্ষা সবেতেই এগিয়ে ইমরান
পাকিস্তানে সরকার গড়ার লড়াইয়ে এখন বাকীদের পিছনে ফেলে দিয়েছে ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ (PTI) ৷ যান্ত্রিক ত্রুটির কারণে ভোটগণনায় দেরি না হলে বুধবার রাতেই পাকিস্তানের তখত নিশ্চিত হয়ে যেত ইমরানের ৷ সরকার গড়ার জন্য ম্যাজিক […]