সাতসকালেই কাকদ্বীপ থেকে কোচবিহার ব্রিগেডে মিলে মিশে একাকার

Spread the love

ব্রিগেড প্যারেড গ্রাউন্ড এখন অপেক্ষায় ঐতিহাসিক সমাবেশের।শেষরাত থেকে এই মেগা র‍্যালিতে অংশগ্রহণ করতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসছেন।সকাল থেকে ব্রিগেড জুড়ে উৎসাহ তুঙ্গে। সারা দেশের চোখ এখন এই ব্রিগেডে। কাকভোর থেকে সংবাদমাধ্যম উপস্থিত ব্রিগেডে। সকলেই অপেক্ষায় এই মহাসমাবেশে মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন তা জানার জন্য।

দেশ থেকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কলকাতায় এসেছেন মমতার ডাকে সাড়া দিয়ে। ব্রিগেড এর মঞ্চ থেকেই এক উন্নত,শক্তিশালী,ঐক্যবদ্ধ ভারত গড়ার বার্তা ছড়িয়ে পড়বে দেশের বিভিন্ন প্রান্তে। মূল মঞ্চে ভারতের মানচিত্র। প্রগতিশীল,মজবুত,ঐক্যবদ্ধ ( ইউনাইটেড ইন্ডিয়া ) ভারত গড়ার অঙ্গীকার নেওয়া হবে এই মঞ্চ থেকে। মহাজোটের মুখ যে মমতা বন্দ্যোপাধ্যায় তা বলাই বাহুল্য।বিজেপি হঠাও, দেশ বাঁচাও শ্লোগানই বারবার উঠছে সমাবেশে আসা মানুষের মধ্যে থেকে। তাঁরা তাঁদের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে দেখতে চান দিল্লীর মসনদে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*