বৃহস্পতিবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১শে উদ্যান শহিদ স্মারকে পুষ্পার্ঘ্য অর্পণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন মেয়র ফিরহাদ হাকিম, কলকাতা পৌর সংস্থার চেয়ারপার্সন মালা রায়, মেয়র পারিষদ দেবাশীষ কুমার, বিশিষ্ট চিত্রশিল্পী যোগেন চৌধুরী, রাজ্যের মন্ত্রী ডঃ নির্মল মাজি সহ অনান্যরা।
উল্লেখ্য, ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার স্বীকৃতির দাবিতে ঢাকার রাজপথে মিছিল করেন বাঙালিরা। তখন পাকিস্তানের প্রশাসন নির্বিচারে গুলি চালায় তাদের উপর। শহিদ হন বেশ কয়েকজন। বাংলা ভাষার অধিকার আদায়ের দাবিতে এই আন্দোলন হলেও পরবর্তীকালে এটি বিশ্বে সমস্ত ভাষা আন্দোলনের প্রতীক হয়ে ওঠে। ২০১০ সালে এই দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি দেয় রাষ্ট্রসংঘ।
দেখুন ভিডিও!
Be the first to comment