পঞ্চায়েত নির্বাচনে রেকর্ড জয়, উচ্ছ্বসিত তৃণমূল কর্মী সমর্থকেরা। কোচবিহার থেকে কাকদ্বীপে নবজোয়ারের যে উন্মাদনা ধরা পড়েছিল, এবার যেন সেই ভিড় উপচে পড়তে চলেছে কলকাতার ধর্মতলায়। হাতে এখনও একটা দিন রয়েছে, কিন্তু বুধবার সকাল থেকেই শহরের বুকে যেভাবে বিভিন্ন জেলা থেকে তৃণমূলের কর্মী সমর্থকেরা আসতে শুরু করেছেন, তাতে অতীতের সব রেকর্ড ভেঙে ২৩ এর ২১ শে জুলাই নয়া ইতিহাস তৈরি হবে বলে, মনে করছে ঘাসফুল শিবির।
উত্তরে জমি ফিরে পেয়েছে রাজ্যের শাসক দল। সেখান থেকে ধর্মতলা অভিমুখে যাত্রা শুরু হয়েছে মঙ্গলবার। বুধবার উত্তরবঙ্গ থেকে শিয়ালদহ স্টেশনে ট্রেন আসতেই কাতারে কাতারে তৃণমূল কর্মী সমর্থকের উপস্থিতি চোখে পড়ে। তিস্তা-তোর্সা, কাঞ্চনকন্যা, সরাইঘাট, হলদিবাড়ি এক্সপ্রেসের মতো দূরপাল্লার ট্রেনে মঙ্গলবার থেকেই কর্মী-সমর্থকেরা উঠতে শুরু করেন। আজ কয়েক হাজার মানুষ শহরে এসে পৌঁছেছেন। কলকাতার বিভিন্ন অঞ্চলের তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে নিউ আলিপুরদুয়ার থেকে একটি বিশেষ ট্রেনও ছাড়বে। একই ছবি হাওড়া স্টেশনেও।
Be the first to comment