বেলা বাড়তেই ভিড় বাড়ছে ধর্মতলা চত্বরে। হাওড়া-শিয়ালদহ স্টেশন, শ্যামবাজার, কলকাতা স্টেশন, সল্টলেক সেন্ট্রাল পার্ক, হাজরা-সহ শহরের নানা প্রান্ত থেকে ধর্মতলার দিকে মিছিল করে আসছেন দলীয় কর্মী-সমর্থকরা। যাতে কারও কোনও সমস্যা না হয়, সে জন্য শহরের নানা প্রান্তে সহায়ক বুথ করা হয়েছে। রাস্তায় রয়েছেন তৃণমূল কংগ্রেসের হাজারের বেশি স্বেচ্ছাসেবক। করোনা আক্রান্তের সংখ্যা ফের বাড়ছে, তাই দলের তরফ থেকে মাস্ক বিলি করা হচ্ছে। পাশাপাশি সচেতন করা হচ্ছে কর্মী-সমর্থকদের।
সকাল ১০টা থেকে ধর্মতলার মঞ্চে কর্মসূচি শুরু হবে। বেলা ১২টায় বক্তৃতা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভাষণ দেবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। প্রতি বারের মতো এবারেও ২১ জুলাইয়ের মঞ্চ তৈরি হয়েছে তিন ধাপের। মঞ্চে ওঠার জন্য তিনটি গেট করা হয়েছে। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় চৌরঙ্গি রোডের গেট দিয়ে মঞ্চে আসবেন। এক নম্বর গেট দিয়ে শুধুমাত্র ভিআইপিরা ঢুকবেন।
দুই এবং তিন নম্বর গেট দিয়ে দলের সাংসদ, বিধায়করা এবং বিশিষ্টরা ঢুকবেন। শহীদ পরিবারের জন্যও অন্যান্য বারের মতো আলাদা মঞ্চ করা হয়েছে। তৃণমূল সূত্রের খবর, মূল মঞ্চে প্রায় ৩৫০ জনের বসার ব্যবস্থা থাকবে।
দলের তরফে জানানো হয়েছে, ধর্মতলা ও পার্ক স্ট্রিট চত্বরে ১৫ টি জায়ান্ট স্ক্রিন বসানো হচ্ছে। এছাড়াও শহরের একাধিক গুরুত্বপূর্ণ জায়গায় জায়ান্ট স্ক্রিন বসানো হবে সাধারণ মানুষের দেখার জন্য। মঞ্চে দলের শীর্ষ নেতারা ছাড়া থাকবেন সাংসদ, বিধায়ক, বিশিষ্টরা। তৃণমূলের অফিসিয়াল ফেসবুক, টুইটার, ইন্সটাগ্রাম পেজ থেকে সরাসরি সম্প্রচার হবে। এছাড়া মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পেজ থেকেও সরাসরি সম্প্রচার করা হবে।
গোটা শহরকে ঘিরে ফেলা হয়েছে কড়া নিরাপত্তায়। শহরের নিরাপত্তার দায়িত্বে রয়েছেন কলকাতা পুলিসের ৩০ জন ডেপুটি কমিশনার। রয়েছেন ৭০ জন অতিরিক্ত কমিশনার, ১৫০ জন ইনস্পেক্টর-সহ ৭৫০ জন পুলিস আধিকারিক। মোতায়েন করা হয়েছে সাড়ে তিন হাজার পুলিস কর্মী।
রয়েছে লালবাজারের কুইক রেসপন্স টিম। হাওড়া-শিয়ালদহ-কলকাতা স্টেশনকে নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। ধর্মতলায় সভামঞ্চের আশপাশে রয়েছে বম্ব স্কোয়াড। চারটি জোনে ভাগ করে ধর্মতলার সমাবেশকে নিরাপত্তার ঘেরাটোপে রাখছে লালবাজার। মঞ্চের কাছেই রয়েছে বিপর্যয় মোকাবিলা দল।
Be the first to comment