বৃষ্টিকে সঙ্গী করেই জনসুনামীতে ভাসল একুশের ধর্মতলা। গতবার বৃষ্টিতে ভিজেই একুশের মঞ্চ থেকে জনতার উদ্দেশে ভাষণ দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার বৃষ্টি ভিজলেন স্বয়ং সুপ্রিমো। মমতা বন্দ্যোপাধ্যায়কে একবার চোখের দেখা দেখতে, কাছ থেকে নেত্রীর বক্তব্য শুনতে লক্ষ লক্ষ মানুষের ভিড়। কিন্তু দলীয় কর্মীরা মিশে যাবেন না তো। তাই তাঁদের জন্য এবার বিশেষ ‘ড্রেস কোড’। নেতা-মন্ত্রী-ভলান্টিয়ারদের জন্য আলাদা আলাদা পোশাক। গোটা ব্যবস্থাপনার আইডিয়া দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
এবছর খাদি পোশাকের পাঞ্জাবি আর ওড়নার কম্বিনেশন সুপারহিট। আজ রাজ্যের সব গলি থেকে রাজপথ সবটাই গিয়ে মিশেছে ধর্মতলাতে। শহিদ দিবসের ‘ট্রেডমার্ক’ ডিম ভাত। সেটা তো ছিলই। কিন্তু ক্রিম কালারের স্নিগ্ধ রঙ মঞ্চে নজর কাড়ল। পুরুষদের জন্য এবার খাদির পাঞ্জাবি এবং মেয়েদের জন্য খাদির ওড়না রাখা হয়েছিল। পাঞ্জাবির বুকে জোড়া ফুল, ওড়নাতেও তৃণমূলের জোড়া ফুল। বিধায়ক, সাংসদ ও দলের ব্লকস্তরের নেতৃত্ব এই পোশাক পেয়েছেন। স্বেচ্ছাসেবকদের জন্য তৈরি হয়েছে বিশেষ টি শার্ট। বড়পর্দা থেকে ছোটপর্দার অভিনেতা- অভিনেত্রী, সাংসদ থেকে বিধায়কদেরও দেখা গেল এই ড্রেসকোডে।
Be the first to comment