বৃহস্পতিবার তৃণমূলের শহীদ তর্পণ। লক্ষ লক্ষ তৃণমূল কর্মী সমর্থকরা অপেক্ষা আজকের সভা ঘিরে। সকাল ১০টা থেকে ধর্মতলার মঞ্চে কর্মসূচি শুরু হয়েছে। বেলা ১২টায় বক্তৃতা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভাষণ দেবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।
এছাড়া তৃণমূলের শীর্ষ নেতাদের বক্তব্যের দিকেও নজর থাকবে। নজর থাকবে নতুন কেউ যোগ দিলেন কি না তৃণমূলে। ইতিমধ্যে কয়েক লক্ষ মানুষ ধর্মতলা শহীদ মঞ্চ চত্বরের উদ্দেশ্যে। তৃণমূল কর্মী সমর্থকদের আশা এ বছর ঐতিহাসিক সভা অনুষ্ঠিত হবে এবং সেই সভায় রেকর্ড সংখ্যায় মানুষ ভিড় জমাচ্ছেন সভা সফল করার উদ্দেশ্যে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে কাতারে কাতারে মানুষ চলেছেন ধর্মতলার উদ্দেশ্যে।
From across the state, crossing all hurdles, people have gathered to join our Hon'ble Chairperson Mamata Banerjee in paying tribute to the 13 innocent lives that were lost on 21st July 1993… #ShahidDibas
Posted by All India Trinamool Congress on Wednesday, July 20, 2022
কলকাতার আর্মহার্স্ট স্ট্রিট, বিধান সরণি (কে সি সেন স্ট্রিট থেকে বিবেকানন্দ রোড), কলেজ স্ট্রিট, ব্রাবোর্ন রোড, স্ট্র্যান্ড রোড (হেয়ার স্ট্রিট থেকে রাজা উডমান্ট স্ট্রিট), বি বি গাঙ্গুলি স্ট্রিট, বেন্টিঙ্ক স্ট্রিট, নিউ সিআইটি রোড, রবীন্দ্র সরণি (বি কে পাল এভিনিউ থেকে লালবাজার স্ট্রিট) দিয়ে যান চলাচল নিয়ন্ত্রিত হবে।
কলকাতা পুলিস জানিয়েছে, বৃহস্পতিবার ভোর ৪টে থেকে রাত ৯টা পর্যন্ত টানা ১৭ ঘণ্টা যান চলাচল নিয়ন্ত্রণ থাকবে কলকাতার একাধিক রাস্তায়। অনেক রাস্তা সম্পূর্ণ বন্ধ থাকবে। তার মধ্যে রয়েছে লেনিন সরণি, সেন্ট্রাল অ্যাভিনিউ ।যার ফলে মধ্য কলকাতার বেশির ভাগ রাস্তাতেই যানবাহন সচল থাকবে না। এটাও আপনাকে মাথায় রাখতে হবে।
Be the first to comment