রাত ফুরোলেই একুশের সমাবেশ তৃণমূলের

Spread the love

মাসানুর রহমান,

আর মাত্র কয়েক ঘন্টা তারপরই ধর্মতলায় একুশে জুলাইয়ের সমাবেশ তৃণমূল কংগ্রেসের। ইতিমধ্যে দূর দুরান্ত থেকে উপস্থিত হয়েছে বহু তৃণমূল কর্মী সমর্থক। হাওড়া শিয়ালদহতে করা হয়েছে অভ্যর্থনা মঞ্চ। সেখানে বিভিন্ন নেতৃত্ব স্বাগত জানাচ্ছেন দলীয় কর্মী সমর্থকদের।

শহরের চারটি বড়ো জায়গায় করা হয়েছে খাওয়া দাওয়া ও থাকার ব্যবস্থা। বিগত বছরগুলির থেকে এবারের একুশে জুলাইয়ের তাৎপর্য বেশ আলাদা তৃণমূল কংগ্রেসের কাছে। বিরাট মঞ্চের ব্যাকড্রপে স্লোগান লেখা, ‘গণতন্ত্র ফিরিয়ে দাও, মেশিন নয় ব্যালট ফেরাও।’ এ বার যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একুশের মঞ্চ থেকে ব্যালটের দাবি তুলবেন এবং আগামীর আন্দোলনের সুর বেঁধে দেবেন তা অনেক আগেই পরিষ্কার হয়ে গিয়েছিল।

আজ একুশে জুলাইয়ের সভামঞ্চ ঘুরে দেখার পর বেশ কিছুক্ষণ চেয়ার বসে সুব্রত বক্সী, মালা রায়দের সঙ্গে আলোচনা সারেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন ফিরহাদ হাকিম, তাপস রায়দের মতো একাধিক শীর্ষ নেতৃত্ব। এ দিনও সভামঞ্চ পরিদর্শন করতে এসে বললেন, “মেশিন নিয়ে যখন এত অভিযোগ উঠছে, তখন উচিত ব্যালট ফিরিয়ে দেওয়া। আমি নির্বাচনী ব্যবস্থা সংস্কারের পক্ষে।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*