তৃণমূলের একুশে জুলাই সমাবেশে কড়া নজরদারি। ৫ হাজার অতিরিক্ত পুলিশ থাকবে কলকাতায়। যাত্রীর মৃত্যুর জেরে বাড়তি নজর থাকবে মেট্রোয়। গুরুত্বপূর্ণ ১০ মেট্রো স্টেশনে বাড়তি নজর। একাধিক পুলিশ অ্যাসিস্ট্যান্স বুথ থাকবে। মঞ্চ থেকে কেসি দাস পর্যন্ত নজরদারিতে থাকবেন চারজন ডিসি। শিয়ালদহ, হাওড়া স্টেশনে থাকবে পুলিশ পিকেট। জলপথেও চলবে নজরদারি।
দু’দিন আগেই উত্তরবঙ্গ থেকে কলকাতায় হাজির তৃণমূল কর্মী-সমর্থকরা। গীতাঞ্জলি ও সেন্ট্রাল পার্কে তাঁদের থাকা ও খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। ২০১৯-এর লোকসভা ভোটে উত্তরবঙ্গে সবথেকে বেশি ভোটের অঙ্কে ধাক্কা খেয়েছে তৃণমূল কংগ্রেস। এবার উত্তরবঙ্গের কর্মী-সমর্থকদের তৃণমূল নেত্রী কী বার্তা দেন, তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
Be the first to comment