নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মজয়ন্তী উদযাপন নিয়ে নয়া পদক্ষেপ রাজ্য সরকারের। ২৩ জানুয়ারি দিনটি ‘দেশনায়ক দিবস’ হিসাবে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আজ নেতাজির ১২৫তম জন্মজয়ন্তী উদযাপন নিয়ে নবান্নে ভার্চুয়াল বৈঠক করেন মুখ্যমন্ত্রী।পাশাপাশি কেন্দ্রের উপর চাপ বাড়িয়ে ওই দিনটি জাতীয় ছুটি ঘোষণার দাবিও ফের এক বার তুললেন তিনি।
আজকের বৈঠকে উপস্থিত ছিলেন নেতাজির পৌত্র সুগত বসু, নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি। হাজির ছিলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরাও। বৈঠকে উঠে এসেছে নেতাজির জন্মজয়ন্তী উদযাপন নিয়ে একগুচ্ছ পরিকল্পনার কথা।
Be the first to comment