তেইশে জানুয়ারী

Spread the love

আর্যতীর্থ:

ধর্ম যখন সর্বনাশা, লকলকানো বিষফলা

কর্ম যখন তাঁবেদারি, সময় যখন নিষ্ফলা,

আপোষ যখন ঢুকে গেছে নিত্যদিনের অভ্যাসে

এমনতর আঁধারকালে সুভাষ বোসের মুখ ভাসে।

বেদীর ওপর মূর্তি গড়ে গদগদ ভাষণে

আমরা বাঁধি নেতাজীকে পুজোর অনুশাসনে

ওটাই সহজ, প্রতিবাদে বড্ড জেনো দম লাগে

গড্ডালিকায় ভেসে যেতে শ্রমও অনেক কম লাগে।

থামাবে কোন শত্রু বলো বাঁধনভাঙা বন্যাকে

নিজের পথে যাওয়ার যদি ধনুর্ভাঙা পণ থাকে

সুভাষ তোমার জন্মদিনে বিধির কাছে ভিক্ষে চাই,

আর কিছুনা, যেন অমন স্বপ্ন দেখার সাহস পাই

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*