
রোজদিন ডেস্ক, কলকাতা:- ২৬/১১ মুম্বই সন্ত্রাসী হামলার অভিযুক্ত তাহাউর রানাকে আমেরিকা থেকে একটি বিশেষ বিমানে ভারতে আনা হচ্ছে। আমেরিকা থেকে প্রত্যার্পণ করা হয়েছে ২৬/১১ মুম্বই সন্ত্রাসী হামলার প্রধান অভিযুক্ত তাহাউর রানাকে। সূত্রের খবর, রানাকে আজ ৯ এপ্রিল সন্ধ্যায় বা আগামিকাল ভোরে বিশেষ বিমানে ভারতে আনা হবে।
তাঁর সঙ্গে থাকবেন গোয়েন্দা ও তদন্ত কর্মকর্তাদের একটি বিশেষ দল। ইতিমধ্যেই রানাকে প্রত্যাপণের জন্যে সকল আইনি আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। ভারতে আনার পরে রানাকে হেফাজতে রাখার জন্যে আদালতে হাজির করা হবে। এই বিষয়ে মুম্বই ক্রাইম ব্রাঞ্চের কর্মকর্তারা জানিয়েছেন, যেহেতু তাহাব্বুর রানার বিরুদ্ধে দিল্লিতে NIA মামলা দায়ের করা হয়েছিল, তাই তাঁকে প্রথমে দিল্লিতে রাখা হবে।
সেখানকার NIA আদালতে হাজির করা হবে। এরপর আদালতের নির্দেশে তাঁকে হেফাজতে নেবে মুম্বই ক্রাইম ব্রাঞ্চ। আগামিকাল তাঁকে আদালতে হাজির করা হবে, মার্কিন আদালতের পরামর্শ অনুযায়ী, দিল্লি ও মুম্বই, রানাকে যে কারাগারেই রাখা হোক না কেন, যাতে গোপনে নিরাপত্তার ব্যবস্থা করা হয়। তবে নির্ভর যোগ্য সূত্র বলছে, ভারতে আনার পর তাহাব্বুর রানাকে প্রথম কয়েক সপ্তাহ জাতীয় তদন্ত সংস্থার (NIA) হেফাজতে রাখা হবে। এই পুরো অভিযানের দায়িত্বে থাকবেন NSA অজিত ডোভাল, NIA ও স্বরাষ্ট্রমন্ত্রকের কিছু কর্মকর্তারা। তাঁদের তত্ত্বাবধানেই পুরো অভিযান টি পরিচালিত হচ্ছে।
এর আগে মার্কিন সুপ্রিমকোর্ট তাহাউর রানার প্রত্যার্পণের আবেদন খারিজ করে দিয়েছিল। আবেদনে রানা বলেছিলেন, ‘যদি আমাকে ভারত ফিরিয়ে দেওয়া হয়, তাহলে ভারত আমাকে নির্যাতন করবে। আমি বেশিদিন টিকে থাকতে পারব না। কারণ পাকিস্তানি বংশোদ্ভূত মুসলিম হওয়ায় ভারতে তাঁকে অনেক হয়রানির শিকার হতে হবে।’
Be the first to comment