সাধারনতন্ত্র দিবসে চমক দিলো নারীশক্তি ও নেতাজির আইএনএ সদস্যরা

Spread the love

সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজ স্মরণীয় করে রাখলো নারীশক্তি। পুরুষদের কনটিনজেন্টে নেতৃত্ব দিলেন লেফটেনন্ট ভাবনা কস্তুরী। অসম রাইফেলসে অংশগ্রহণকারীরাও ছিলেন নারী। তাদের নেতৃত্ব দিলেন মেজর খুশবু কানওয়ার। প্রথমবারের জন্য চলন্ত মোটরবাইক স্টান্টে অংশ গ্রহণ করলেন ক্যাপ্টেন শিখা সুরভি।

মেজর খুশবু কানওয়ার বলেন, ৭০ বছরে প্রথমবার মহিলা অসম রাইফেল কনটিনজেন্ট সাধারণতন্ত্র দিবসের প্যারেডে অংশগ্রহণ করেছে। দেশের সব থেকে পুরোনো প্যারামিলিটারি ফোর্সের প্যারেডে নেতৃত্ব দেওয়া আমার কাছে গর্বের ব্যাপার।

অন্যদিকে, সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে এদিন অংশ নেন ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির সদস্যরা। ৭০ বছরে এই প্রথম তাঁরাও কুচকাওয়াজে অংশ নেওয়ার সুযোগ পেলেন। এদিন ১০০ ছুঁইছুঁই যোদ্ধারা প্রজাতন্ত্র দিবসের কুজকাওয়াজে অংশ নেন।

ছবি- (এএনআই)

সাধারণতন্ত্রের মূল আকর্ষণ থাকে মোটরবাইক স্টান্ট। এ বছর মোটরবাইক স্টান্ট করেন ক্যাপ্টেন শিখা সুরভি। উল্লেখ্য, ৭০ তম সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজের প্রধান অতিথি ছিলেন দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি সাইরিল রামাফোসা। এছাড়া রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 


Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*