প্রজাতন্ত্র দিবস উপলক্ষে নিরাপত্তা বলয়ে ঢাকলো রাজধানী

Spread the love

প্রজাতন্ত্র দিবসের আগেই আঁটোসাঁটো নিরাপত্তার চাদরে মুড়লো রাজধানী। নাশকতার ঘটনা এড়াতেই কড়া নিরাপত্তার ঘেরাটোপে ঘিরে ফেলা হয়েছে দিল্লিকে। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে প্রতি বছরই কড়া নিরাপত্তা জারি করা হয় রাজধানীতে। কিন্তু এবার প্রজাতন্ত্র দিবস ছাড়াও আসিয়ান সামিট হতে চলেছে। এই সামিট উপলক্ষে এক বিশাল জাঁকজমক পূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে দিল্লিতে। আসিয়ানের দশজন সদস্য এই সামিটে অংশগ্রহণ করবেন। যার ফলে নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে বলে জানা গিয়েছে।

বুধবার থেকেই শুরু হচ্ছে তিনদিনব্যাপী প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান। এর পাশাপাশি প্রজাতন্ত্র দিবসের প্যারেডেও অতিরিক্ত নজর রাখা হবে বলে জানা গিয়েছে। কোনও রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেদিকেও জোর নজর দেওয়া হচ্ছে। এদিকে দিল্লির রাস্তায় নামানো হয়েছে আধা সামরিক বাহিনী এবং সশস্ত্র বাহিনীও। অনুষ্ঠানের মঞ্চগুলিকে চারদিক থেকে বুলেটপ্রুফ গ্লাসে ঢেকে দেওয়া হয়েছে। এছাড়াও অতিথিরা যে সমস্ত হোটেলে থাকছে, সেই সমস্ত হোটেলের নিরাপত্তাও জোরাদার করা হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*