উত্তরাখণ্ডের আলমোড়া জেলায় যাত্রীবাহী বাস উল্টে মৃত্যু ২৮ জনের, আহত অনেক, চলছে উদ্ধারকাজ

Spread the love

রোজদিন ডেস্ক :- উত্তরাখণ্ডের আলমোড়া জেলার রামনগরে খাদে এক যাত্রীবাহী বাস উল্টে পড়ে অন্তত ২৮ জনের মৃত্যু হয়েছে। সোমবার সকালে এই ভয়াবহ দুর্ঘটনায় উদ্ধারকাজ শুরু করেছেন স্থানীয় লোকজন ও প্রশাসনের আধিকারিকরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাসটিতে অতিরিক্ত যাত্রী তোলা হয়েছিল। যাত্রীদের মধ্যে অসংখ্য শিশুও রয়েছে।দুর্ঘটনায় এখনও পর্যন্ত ২৮ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে । আহতের সংখ্যা বহু ।

ঘটনাটি আজ সকালে ৪ নভেম্বর ঘটে । সূত্রের খবর, দুর্ঘটনাগ্রস্ত বাসটি নৈনি ডান্ডা থেকে রামনগরে যাচ্ছিল । রাস্তায় গীত জাগি নদীর কাছেই ঘটে বিপদ ।

বাসটিতে অন্তত ৪০ জন যাত্রী ছিলেন বলে অনুমান। কাকভোরে একটি বাঁকের মুখে দ্রুতগতিতে যাওয়ার সময় বাসটি ভারসাম্য হারিয়ে ফেলে উল্টে যায়। আলমোড়ার জেলাশাসক অলোককুমার পান্ডে বলেন, বাসটি ২০০ মিটার খাদে গড়িয়ে পড়েছে।

ইতিমধ্যেই উদ্ধারকার্য শুরু হয়েছে। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার কাজ চলছে । এসডিআরএফ টিমও পাঠানো হয়েছে।

আলমোড়ার জেলা প্রশাসকের সঙ্গে উত্তরাখণ্ডের মূখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির কথা হয়েছে। তিনি ঘটনার বিষয়ে যাবতীয় তথ্য জানতে চেয়েছেন। দ্রুত উদ্ধার ও ত্রাণ কাজ চালানোর নির্দেশ দিয়েছেন।

উদ্ধারকার্য দেখভাল করার জন্য দেরাদুনের জেলা প্রশাসনকে ঘটনাস্থলে পৌঁছানোর নির্দেশ দিয়েছেন। প্রয়োজনে গুরুতর আহত যাত্রীদের এয়ারলিফট করারও কথা জানিয়েছেন।

এসডিআরএফের পাশাপাশি এনডিআরএফের দলও ঘটনাস্থলে পৌঁছেছে। আরও ত্রাণ পৌঁছানোর ব্যবস্থাও করা হচ্ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*