ধর্মঘটের দ্বিতীয় দিনে সচল কলকাতা, দক্ষিনের বিভিন্ন শাখায় রেল অবরোধ

Spread the love

বুধবার ধর্মঘটের দ্বিতীয় দিনে মোটের ওপর স্বাভাবিক তিলোত্তমা ৷ রাস্তায় চলাচল করছে পর্যাপ্ত যানবাহন, খোলা রয়েছে দোকান-বাজারও ৷ তবে অবরোধ চলছে শিয়ালদহ দক্ষিন শাখায় ৷ এদিন সকাল থেকেই বিভিন্ন স্টেশনের ওভারহেড তারে কলাপাতা ফেলে দেন ধর্মঘট সমর্থনকারীরা ৷

লক্ষ্মীকান্তপুর, নামখানা শাখায় ব্যাহত পরিষেবা ৷ ডায়মন্ড হারবার শাখাতেও ঘটেছে বিঘ্ন ৷ এছাড়াও এদিন দেউলা ও বাসুলডাঙা স্টেশনের মাঝে ওভারহেড তারে কলাপাতা ফেলে দেওয়ার কারনে বেশ কিছুক্ষন বন্ধ থাকে ট্রেন চলাচল। পরে দুপুর ১২.৩০ টা নাগাদ লাইন পরিষ্কার করে দেয় রেল কতৃপক্ষ। শুরু হয় ট্রেন চলাচল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*