নতুন বছরের প্রথম দিনেই সুখবর। ইউনাইটেড নেশন চিলড্রেনস ফান্ড (ইউনিসেফ) জানিয়েছে, ২০২১ সালের পয়লা জানুয়ারি গোটা বিশ্বে জন্ম নিয়েছে ৩ লক্ষ ৭১ হাজার ৫০৪ জন শিশু। যার মধ্যে শুধু ৬০ হাজার শিশু জন্মাল ভারতে।
ইউনিসেফের তথ্য জানাচ্ছে, ২০২১ সালে বিশ্বজুড়ে জন্মানোর কথা ১৪ কোটি নবজাতকের। তাদের গড় আয়ু হওয়ার কথা ৮৪ বছর। আর ভারতে জন্মানো শিশুদের ক্ষেত্রে গড় আয়ু হওয়ার কথা ৮০.৯ বছর।
Be the first to comment