বেলঘরিয়া তৃণমূল কর্মী খুনে গ্রেপ্তার ৩ অভিযুক্ত..

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- বেলঘড়িয়া শুটআউটে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকালে বেলঘরিয়া এক্সপ্রেস এ এক যুবকের মৃতদেহ পাওয়া যায়। রাজীবনগর এলাকা থেকে রেহান খান বয়স ৩০, নামের ওই যুবকের দেহ উদ্ধার করেন স্থানীয়রা। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় সাগর দত্ত মেডিক্যাল কলেজে।সেখানকার চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তদন্তকারীরা মনে করছেন, তৃণমূল কর্মী খুনের ঘটনায় ধৃতদের সরাসরি যোগ রয়েছে।মৃত রেহান ৩৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবযানী মুখোপাধ্যায়ের ছায়াসঙ্গী বলে এলাকায় পরিচিত ছিলেন। মঙ্গলবার রাতে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের কাছে তৃণমূল কার্যালয়ের কাছে বসেছিলেন রেহান। সেই সময় কয়েকজন দুষ্কৃতী এসে তাঁকে গুলি করে চলে যায় বলে অভিযোগ উঠেছে। জানা গিয়েছে, একটি গুলি রেহানের মাথার পিছনে ঘাড়ের কাছে লাগে। গুলিবিদ্ধ অবস্থায় তিনি সারা রাত রাস্তাতেই পড়েছিলেন।

এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত করছে পুলিশ। উদ্ধার হওয়া একটি সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, বেলঘরিয়ার ক‍্যানেল রোড দিয়ে কয়েকজন যুবকের সঙ্গে রেহান হেঁটে যাচ্ছেন। তাঁর চোখে চশমা, হাতে মোবাইল ফোন রয়েছে। এরপরের সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে রেহানের সঙ্গে থাকা ওই যুবকরা যে যার মতো চলে যাচ্ছেন। কিন্তু সেখানে রেহানকে দেখা যাচ্ছে না। পুলিশের অনুমান, সেই সময়ই রেহানকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল দুষ্কৃতীরা। ওই যুবকদের ইতিমধ্যেই চিহ্নিত করেছে পুলিশ। তাঁদের ডেকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*