
রোজদিন ডেস্ক, কলকাতা:- আজ সরস্বতী পুজো। পুজোর দিন সকালে ভয়াবহ বিপর্যয়। টানা চার ঘণ্টার চেষ্টার পর ম্যানহোল থেকে তিন সাফাইকর্মীকেই উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে তিন জনেরই মৃত বলে জানা যাচ্ছে। রবিবার এ নিয়ে কলকাতা লেদার কমপ্লেক্স এলাকায় শোরগোল ছড়াল। মৃত তিন সাফাইকর্মীর নাম ফরজ়েম শেখ, হাসি শেখ এবং সুমন সর্দার। তাঁদের বাড়ি মুর্শিদাবাদ জেলায়।
প্রসঙ্গত, রবিবার সকালে ম্যানহোলে নেমে নিখোঁজ হয় ওই কেএমডিএর তিন শ্রমিক। এদিন সকাল পর্যন্ত তাঁদের উদ্ধার করতে পারেনি দমকল ও পুলিশ। মূলত লেদার কমপ্লেক্স কর্তৃপক্ষ ট্যানারির কেমিক্যাল মিস্ত্রিত বিষাক্ত জল পরিশোধনের কাজ করেনি বলেই এই বিপর্যয় বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। রবিবার সকাল থেকে পরিষ্কারের কাজ করছিলেন ফরজ়েম, হাসি এবং সুমন। হঠাৎ পাইপলাইন ফেটে ভিতরে পড়ে যান তিন জন। বর্জ্যমিশ্রিত তরলের স্রোতে তলিয়ে যান সকলে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় কলকাতা পুলিশ, দমকল বাহিনী এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর একটি দল। দড়ি বেঁধে টেনে তোলার চেষ্টা হয় তিন জনকে। কিন্তু তত ক্ষণে তিন জনেই জ্ঞান হারিয়েছিলেন। প্রায় চার ঘণ্টা পর, দুপুর দেড়টা নাগাদ যখন তাঁদের উদ্ধার করা গেল, তখন কারও শরীরে প্রাণ নেই। উচ্ছিষ্ট চামড়ার বজ্রের গন্ধে শ্বাসকষ্টজনিত সমস্যায় সকলের মৃত্যু বলে প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে।
Be the first to comment