প্রিয়দর্শন
জন্মঃ ৩০ জানুয়ারি ১৯৫৭
তিনি একজন ভারতীয় চলচ্চিত্র পরিচালক, প্রযোজক। তিনি প্রায় ৯৫ টারও বেশি ছবি পরিচালনা করেছেন। মালায়ালাম, তামিল, হিন্দি বিভিন্ন ভাষাভাষীর ছবি তিনি পরিচালনা করেন।
রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।
অমৃতা শের-গিল
জন্মঃ ৩০ জানুয়ারি ১৯১৩ – ৫ ডিসেম্বর ১৯৪১
তিনি একজন ভারতীয়-হাঙ্গেরিয়ান চিত্রশিল্পী ছিলেন। তিনি বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ চিত্রশিল্পীদের একজন এবং আধুনিক ভারতীয় শিল্পে অগ্রগামী নামে পরিচিত। অল্প বয়সে তিনি চিত্র আঁকা শুরু করেন, মাত্র আট বছরের বয়সে চিত্রশিল্পের আনুষ্ঠানিক পাঠ্য শুরু করলো। শের-গিল প্রথমবারের মতো ১৯ বছর বয়সে স্বীকৃতি লাভ করেন, তার তৈল চিত্রটি ইয়ং মেয়েস (১৯৩২) দ্বারা।
রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শ্রদ্ধাঞ্জলি।
Be the first to comment