ফের শহরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা, ট্যাংরায় প্রাণ গেলো বছর ৩৫-এর যুবকের

Spread the love

এ বার ট্যাংরা। ফের কলকাতায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা। নারকেলডাঙা, হরিদেবপুর, উলুবেড়িয়ার পর এবার ট্যাংরা। এবার কিন্তু ঘটনাটি ঘটার সঙ্গে জল জমে থাকার কোনও সম্পর্কে নেই। পুলিস জানিয়েছে, মৃত যুবক পেশায় ব্যবসায়ী। এলাকার একটি খাবারের দোকানের ব্যবসায়ী । মৃতের নাম বান্টি হালদার ওরফে পচা। বয়স ৩৫।

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সকাল ৯টা নাগাদ এই ঘটনা ঘটে। বান্টি নিজের দোকান থেকে বেরনোর সময় শাটারের লোহার ফ্রেমে হাত দিতেই বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা জানিয়েছেন, বান্টি তাঁর দোকানে কাজ করছিলেন। তখনই সিলিন্ডার ফেটে আগুন লাগে দোকানে। জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা করছিলেন বান্টি। সেই কাজে হাত লাগান তাঁর বন্ধুরাও। প্রত্যক্ষদর্শীদের কথায়, দোকান থেকে বেরতে গিয়ে লোহার শাটারের ফ্রেমে হাত লেগে বিদ্যুৎস্পৃষ্ট হন বান্টি।

এই নিয়ে গত দু’সপ্তাহে তৃতীয় বার কলকাতায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটল। প্রথম থেকেই বিষয়টি নিয়ে কড়া পদক্ষেপের আশ্বাস দিয়েছে রাজ্য সরকার। রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাসও জানিয়েছিলেন, সংশ্লিষ্ট বিদ্যুৎ সংস্থার সঙ্গে কথা বলে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। কলকাতার রাস্তায় যত্রতত্র ছড়িয়ে থাকা বিদ্যুতের তার দ্রুত সুরক্ষিত জায়গায় সরানোর ব্যবস্থা করা হবে। এরই মধ্যে ফের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটে গেল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*