রোজদিন ডেস্ক:-
কেটে গিয়েছে ৩৮ ঘণ্টা! এখনও অনশনে জুনিয়র চিকিৎসকরা। শনিবার থেকে ছয়জন না খেয়ে রয়েছেন। রবিবার রাতে অনশনে যোগ দিয়েছেন আরজি কর হাসপাতালের তরফে অনিকেত মাহাতো। আন্দোলন নিয়ে যাতে কোনও প্রশ্ন উঠতে না পারে সেজন্য সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে।
এই অবস্থায় আন্দোলনকারী চিকিৎসকদের পাশে দাঁড়াতে প্রতীকী অনশন শুরু করেছেন সিনিয়র চিকিৎসকরাও। আজ সোমবার সকাল থেকে ২৪ ঘণ্টার এই প্রতীকী অনশনে বসেছেন অন্তত ১০ জন সিনিয়র চিকিৎসক।
প্রত্যেকদিনই সিনিয়র ডাক্তারদের তরফে কেউ কেউ না প্রতীকী অনশন করবেন বলেও জানানো হয়েছে ।
তবে সরকারের তরফে এখনও পর্যন্ত কেউ যোগাযোগ করেনি বলে জানা গিয়েছে। তবে গোটা পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে বলেই খবর
Be the first to comment