
রোজদিন ডেস্ক, কলকাতা:- ভোররাতে বালির নিবেদিতা সেতুতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে। মালবাহী গাড়িটি ব্রিজের রেলিং পেরিয়ে প্রায় ৪০ ফুট নীচে পড়ে যায়। নিবেদিতা সেতুর টোল ওয়ে, লালবাড়ির সামনে এই দুর্ঘটনাটি ঘটে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, হাবরা থেকে হাওড়ার অঙ্কুরহাটির হাটে মাল বিক্রি করতে যাচ্ছিলেন কয়েকজন শ্রমিক। চারচাকা ছোট গাড়িতে কাপড়ের পেটি বোঝাই করে রওনা দিয়েছিলেন তারা। লালবাড়ির সামনে হঠাৎ গাড়ির একটি টায়ার ফেটে যাওয়ায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। গাড়ির মাথায় বসেছিলেন ৬ জন শ্রমিক। দুর্ঘটনার সময় তারা ব্রিজের রেলিং পেরিয়ে প্রায় ৪০ ফুট নীচের রাস্তায় পড়ে যান।
স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চারজনকে মৃত ঘোষণা করা হয়। বাকি দু’জন গুরুতর আহত অবস্থায় অন্য একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক। মৃত ও আহতদের পরিচয় এখনও জানা যায়নি। বালি থানার পুলিশ ঘটনার কারণ ও দায়িত্ব নির্ধারণে তদন্ত শুরু করেছে।
Be the first to comment