
রোজদিন ডেস্ক, কলকাতা:- বিহারের বেগুসরাইয়ে আজ সকালে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে, যেখানে চারজন ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন এবং পাঁচজন গুরুতর আহত হয়েছেন। আহতদের দ্রুত বেগুসরাই সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই দুর্ঘটনা ঘটেছে বেগুসরাইয়ের নগর থানার খাতোপুর চৌকের কাছে। প্রত্যক্ষদর্শীদের মতে, খগড়িয়া থেকে আসা একটি দ্রুতগতির স্করপিও গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।
গাড়িটি রাস্তার মাঝখানে থাকা ডিভাইডারের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়, ফলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় প্রাণ হারানো চারজনের পরিচয় এখনো সম্পূর্ণভাবে নিশ্চিত করা যায়নি।
জানা গেছে, গাড়িতে থাকা নয়জন ব্যক্তি পাহাড় চকের বাসিন্দা এবং তারা একটি বিয়ের অনুষ্ঠানে অংশ নিয়ে বাড়ি ফিরছিলেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।
Be the first to comment