একই পরিবারের চার সদস্যের দেহ পাওয়া গিয়েছে বাড়ির ভিতর একটি গর্ত থেকে। ঘটনাটি কেরালার ইদুক্কি জেলার। পুলিশ জানিয়েছে, বছর পঞ্চাশের স্বামী-স্ত্রী এবং তাঁদের দুই সন্তানের দেহ পাওয়া গিয়েছে। গর্তের ভিতর একজনের উপর আরেকজনের দেহ স্তূপ করে রাখা ছিল বলে জানিয়েছে পুলিশ।
জানা গিয়েছে, কয়েকদিন ধরেই নিখোঁজ ছিলেন ওই পরিবার। গত বুধবার সকালে প্রতিবেশি এবং কিছু আত্মীয় তাঁদের বাড়িতে গিয়ে দেওয়াল এবং মেঝেতে রক্তের দাগও দেখতে পান। এরপর পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ জানিয়েছে, মৃত দম্পতির নাম কৃষ্ণণ এবং সুশীলা। সঙ্গে ছিলেন তাঁদের ২১ বছরের মেয়ে আরশা এবং ১৯ বছরের ছেলে অর্জুন। ঘটনাস্থল থেকে ছুরি এবং হাতুড়িও উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, কৃষ্ণণ রবার চাষ করতেন। কিন্তু এর পাশপাশি তিনি নাকি ডাকিনীবিদ্যাতেও পারদর্শী ছিলেন। যদিও পুলিশ জানিয়েছে, ঠিক কী কারণে এই চারজনের মৃত্যু হয়েছে তা এখনও জানা যায়নি। তবে তদন্ত চলছে। ময়নাতদন্তের জন্য কোট্টায়াম মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে দেহগুলি। সম্ভাব্য সবরকম দিক দিয়েই তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশের অনুমান, সম্ভবত ২৯ জুলাইয়ের পরেই মৃত্যু হয়েছে এই চারজনের।
Be the first to comment