
রোজদিন ডেস্ক, কলকাতা:-হাওড়া ও শালিমার স্টেশন চত্বর থেকে চার জন রোহিঙ্গাকে পাকড়াও করল জিআরপি। এদের মধ্যে একজন মহিলাও রয়েছেন। ধৃত ৪ জন হল মহম্মদ আলম, দিলাদার বেগম, রিয়াজুল আলাম ও রবিউল আলম। একজনকে হাওড়া স্টেশন থেকে এবং বাকি তিনজনকে শালিমার স্টেশন থেকে পাকড়াও করা হয়।
জানা যায় আলম সিঙ্গাপুর থেকে বাংলাদেশের রিফিউজি শিবিরে এসেছিল সেখান থেকে ভারতে এসে হাওড়া স্টেশন হয়ে দক্ষিণ ভারতের ট্রেন ধরতে যাচ্ছিল। শালিমার থেকে ধৃত ৩ জন বাংলাদেশের কক্সবাজার এলাকার শরণার্থী শিবিরে থাকত। তাদের কথাবার্তায় বহুল অসংগতি পাওয়া যায়। তাদের কাছে পাসপোর্ট সহ ভারতে আসার বৈধ কোন কাগজপত্র ছিল না। দিলাদার বেগম দাবি করেন তাকে অপহরণ করে ভারতে পাচার করা হয়েছিল। তবে কিভাবে কবে কি কারনে তাকে পাচার করা হয়েছিল সে বিষয়ে এখনো পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি। এবং কিভাবে তিনি ভারতে আসেন সে বিষয়ে তিনি স্পষ্টভাবে জানাননি। এই ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ।
Be the first to comment