ভারতীয় পুরুষদের প্রতারণার জালে ফাঁসিয়ে ৪ বছরে ৪ টি বিয়ে, ধরা পরল এক বাংলাদেশী তরুণী!

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- মেডিক্যাল ভিসায় ভারতে এসে একের পর এক বিয়ে ও ভয়ঙ্কর প্রতারণার অভিযোগে গ্রেপ্তার করা হল এক বাংলাদেশি তরুণীকে। ধৃতের নাম সাহানা সাদিক,বয়স ৩২। বিধাননগর কমিশনারেট সূত্রে খবর, সাহানা গত চার বছরে অন্তত ছয়বার ভারতে এসেছেন। এরপর চারজন ভারতীয়কে বিয়ে করেন। কিন্তু এইসব বিয়ের কোনও আইনি রেজিস্ট্রেশন হয়নি।

শেষমেষ ওই মহিলা চারজনের বিরুদ্ধেই বধূনির্যাতন-সহ নানা হিংসার অভিযোগ তুলে পুলিশে অভিযোগ দায়ের করেছেন। শেষপর্যন্ত তদন্ত এগোতেই মহিলার কীর্তি ধরে ফেলে পুলিশ। তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
গত অক্টোবরে, সাহানা তাঁর শেষ বিয়ের পর পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছিলেন। দাবি করেছিলেন যে, তাঁর আপত্তিকর অবস্থার ছবি তুলে সেগুলি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন স্বামী। অভিযোগটি খতিয়ে দেখতে গিয়ে পুলিশ মহিলার পরিচিতি খুঁজে পায়। দেখা যায়, এক পুরুষের বিরুদ্ধে আগেও একই ধরনের অভিযোগ দায়ের করেছিলেন সাহানা। এরপরই পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করেন। আর তাতেই আসল ঘটনা জানাজানি হয়।

এই ঘটনা মোটেও বিচ্ছিন্ন নয়, এর আগেও গত সেপ্টেম্বর ওড়িশা পুলিশের হাতে ধরা পড়েন আরেক প্রতারক বিরঞ্চি নারায়ণ নাথ। তিনি বিভিন্ন রাজ্যে একাধিক মহিলাকে বিয়ে করেন এবং তাঁদের আপত্তিকর ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দেন। ওই প্রতারকের বিরুদ্ধে তথাকথিত স্ত্রীদের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগ ওঠে। নিজেকে কখনও কেন্দ্রীয় সরকারি আধিকারিক, কখনও রেলওয়ে আধিকারিক, আবার কখনও আয়কর আধিকারিক হিসেবে নিজের পরিচয় দেন। বিরঞ্চি নারায়ণ নাথের প্রতারণার শিকার বেশিরভাগ মহিলা ছিলেন পেশাগতভাবে সফল, অবিবাহিত বা বিধবা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*