মাসানুর রহমান-
রাজ্যে পথ দুর্ঘটনা আরও কমাতে উদ্যোগ নিল রাজ্য ট্রাফিক পুলিশ। এই নতুন কর্মসূচীর নাম ‘৪০শে ৪০’। এই উদ্যোগটি ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ কর্মসূচীরই একটি অঙ্গ। রাজ্যের ৪০০টি থানার মধ্যে থেকে ৪০টি থানাকে বাছাই করে শুরু হবে ‘৪০শে ৪০’ কর্মসূচী। যে থানাগুলির অধীনে পথ দুর্ঘটনার হার সব থেকে বেশী সেগুলিকেই প্রাধান্য দেওয়া হবে। ২০১৮ সালের মধ্যে ৪০ শতাংশ দুর্ঘটনা কমানোর লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে।
ইতিমধ্যেই ৫৯টি ব্ল্যাক স্পট চিহ্নিত করা হয়েছে এবং আরও ব্ল্যাক স্পট খুঁজে বের করতে একটি সমীক্ষা চালানো হচ্ছে।‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ কর্মসূচীতে রাজ্যে দুর্ঘটনার হার কমেছে লক্ষণীয় ভাবে। ২০১৫তে যে সংখ্যা ছিল ১৩,২০৮, তা ২০১৭ তে কমে হয়েছে ১১,৬৭০।
Be the first to comment