ইতিহাসের প্রথম দল হিসেবে দক্ষিণ আফ্রিকা চার দিনের টেস্ট ম্যাচের আয়োজন করতে যাচ্ছে । আফ্রিকার পোর্ট এলিজাবেথে আগামী ২৬ ডিসেম্বর জিম্বাবোয়ের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা একটি চারদিনের ডে-নাইট টেস্ট ম্যাচের আয়োজন করতে যাচ্ছে। চার দিনের এ টেস্ট ম্যাচে বেশ কিছু নতুন নিয়মকানুন চালু করছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। আইসিসি নতুন এই নিয়ম-কানুন অনুমোদন করেছে। চারদিনের এই টেস্টে প্রতিদিন কমপক্ষে ৯৮ ওভার খেলা হবে। ৫দিনের টেস্টে যেটা হতো ৯০ ওভারে।
অতিরিক্ত ৮ ওভার খেলা চালিয়ে যাবার জন্য এই টেস্টে ৩০ মিনিট বেশি খেলা হবে। ৫ দিনের টেস্টে কোনো দল ২০০ রানে এগিয়ে থাকলে অন্যদলকে ফলোঅনে পড়তে হতো। কিন্তু চারদিনের এ টেস্টে ১৫০ রানে এগিয়ে থাকলেই প্রতিপক্ষ ফলোঅনে পড়বে। প্রত্যেক সেশনের দৈর্ঘ্য আড়াই ঘন্টার জায়গায় দুই ঘন্টা হবে। কোনো কারনে খেলায় বন্ধ বা বিঘ্ন ঘটলে কমপক্ষে অতিরিক্ত ৩০ মিনিট খেলা হবে।
Be the first to comment