বিশেষ প্রতিনিধি,
দিনে দিনে ৫০০ টাকার নোটের চাহিদা বেড়ে চলেছে। ১০০ টাকার নোট ছাপার কাজে স্থগিতাদেশ দেওয়া হয়েছে। আরবিআই জানিয়েছে, ১০০টাকার নোটের পরিবর্তে ছাপার কাজে বেশি জোর দেওয়া হবে ৫০০ টাকার নোটের ওপর৷ শুধু তাই নয়, সঙ্গে থাকছে আরও কয়েকটি বিশেষতথ্য৷ সূত্রের খবর অনুযায়ী, ১০০ ও ২০ টাকার নোটের নকশা বাতিলের জন্যই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে৷ তবে প্রথমে ৫০০ টাকার নোটহাজার মিলিয়ন ছাপার সিদ্ধান্ত নেওয়া হলেও ১ এপ্রিল অন্য সিদ্ধান্ত নেওয়া হয়৷ হাজার মিলিয়নের পরিবর্তে ৫০০ টাকার নোট মোট তিনহাজার মিলিয়ন ছাপার সিদ্ধান্ত নেয় আরবিআই৷
আরবিআই-এর তরফে জানানো হয়েছে ১০০ টাকার পরিবর্তে বেশি করে নতুন ৫০০ টাকার নোট ছাপতে হবে৷ এপ্রসঙ্গে অর্থ বিষয়ক সচিব সুভাষচন্দ্র গর্গ বলেন, ‘‘ টাকা আদানপ্রদানের ক্ষেত্রে সবচেয়ে বেশি সুবিধা হয় ১০০, ২০০ ও ৫০০টাকার নোটে। তাই অতিরিক্ত চাহিদা মেটাতেই ৫০০ টাকার ৩০০ কোটি নোট ছাপতে বলা হয়েছে৷’’
পাশাপাশি তিনি আরও জানান, বর্তমানে প্রায় ৭ লক্ষ কোটি ২০০০ টাকার নোট বাজারেচালু রয়েছে৷ যা প্রয়োজনের চেয়ে অতিরিক্ত৷ তাই নতুন করে আর ২০০০ টাকার নোট ছাপার কথা এখন ভাবনা চিন্তা করা হয়নি৷
Be the first to comment