পঞ্চম দফার নির্বাচনে আরও কড়া ব্যবস্থা নিতে চলেছে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই রাজ্যের ১০০ শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে বলে জানিয়েছে কমিশন। এছাড়াও থাকবে ১৪২ টি কুইক রেসপন্স টিম। কমিশনের সূত্র অনুযায়ী, দেশের কোনও রাজ্যে ৭ টি লোকসভা কেন্দ্রে নির্বাচনের জন্য এই পরিমাণ কুইক রেসপন্স টিম ব্যবহার করা হয়নি।এই দফায় নির্বাচন হবে আরামবাগ, বনগাঁ, ব্যারাকপুরের মতো “স্পর্শকাতর” লোকসভা কেন্দ্রে। ব্যারাকপুরে অর্জুন সিং বিজেপি প্রার্থী হওয়ায় গন্ডগোলের আশঙ্কা রয়েছে বলে মনে করছেন অনেকে। পাশাপাশি নির্বাচনের আগে আমডাঙায় উদ্ধার হয়েছে বোমা। যা চিন্তা বাড়িয়েছে কমিশনের।
বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে বলেন, প্রায় প্রতিটি বুথেই থাকবে ১০০% কেন্দ্রীয় বাহিনী। বুথের বাইরের গন্ডগোল মেটাতে থাকছে রেকর্ড সংখ্যক কুইক রেসপন্স টিম।
Be the first to comment