
রোজদিন ডেস্ক,কলকাতা :- দিল্লিতে হঠাৎ করে একটি বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড হতে দেখা যায়। আগুন যখন দউ দাউ করে জ্বলতে শুরু করে, সেই সময় ওই বাড়ি থেকে ৬ জনকে উপর থেকে লাফ দিতে দেখা যায়। দিল্লির নাঙলোই এলাকায় মঙ্গলবার রাতে ওই বাড়িটিতে হঠাৎই আগুন লেগে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে দমকল বাহিনী পৌঁছয়। বাড়িটি দাউ দাউ করে জ্বলতে দেখা যায়। প্রাথমিকভাবে কি থেকে আগুন লেগেছে সে বিষয়ে এখনো পর্যন্ত ধোঁয়াশায় রয়েছে মানুষজন।
প্রাণ বাঁচাতে পরপর ৬ জনকে দেখা যায় লাফ দিতে। গুরুতর আহত অবস্থায় ওই ৬ জনকে পরে হাসপাতালে ভর্তি করা হয়। পাশাপাশি রাতের অন্ধকারে জ্বলন্ত বাড়ি থেকে যখন ৬ জন লাফ দেন, সেই ভিডিয়ো মুহূর্তে ভাইরাল হয়ে যায়। প্রাণ হাতে নিয়ে ওই ৬ জন যে ভয়ঙ্করভাবে ঝাঁপ দেন, তা দেখে বহু মানুষ আঁতকে উঠতে শুরু করেন।
Multiple people jumped off the second floor of a building in Delhi in an attempt to escape a fire.
The incident happened in Nangloi area, where a blaze erupted last night. The fire was brought under control later.
Six people were injured and were admitted to a hospital.… pic.twitter.com/u3GeGVcYVn
— Vani Mehrotra (@vani_mehrotra) February 19, 2025
Be the first to comment