হঠাৎ করেই ফোন করে তাঁর স্বাস্থ্যের খোঁজ নিয়েছিলেন। মঙ্গলবার সেই মর্মেই আমার সঙ্গে দেখাও করতে এসেছিলেন। তাঁর আসায় আমি অত্যন্ত খুশী। যদিও তিনি আরও জানান, নানাবিধ সংবাদ প্রতিবেদন পড়ে তিনি রীতিমত হতাশ। এই সংক্ষিপ্ত সাক্ষাৎকারে রাফাল নিয়ে কোনওরকম আলোচনা আমাদের মধ্যে হয়নি। বুধবার একটি চিঠি লিখে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে একথাই জানালেন মনোহর পারিক্কর। অসুস্থ পারিক্কর আরও জানান, কেবলমাত্র নিজের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্যই এই সাক্ষাতের সুযোগ নিয়েছেন রাহুল।
তিনি চিঠিতে লেখেন, রাষ্ট্রের সুরক্ষার কথা মাথায় রেখেই এই নির্দিষ্ট এয়ারক্রাফট গুলির চুক্তি করা হয়েছে। তারপরেই রাহুলের বিরুদ্ধে নিম্নমানের রাজনীতি করার অভিযোগ তুলেছেন গোয়ার মুখ্যমন্ত্রী। রাহুল গান্ধীর এমন উদ্দেশ্যে তিনি রীতিমতো হতাশ বলেই জানিয়েছেন পারিক্কর। পাশাপাশি রাহুলকে সত্যি স্বীকার ও পরে এই ধরনের সুবিধাবাদী রাজনীতি থেকে বিরত থাকতে আর্জি জানান তিনি।
উল্লেখ্য, মঙ্গলবারই রাহুল গান্ধী পারিক্করের সঙ্গে দেখা করার কথা টুইট করে জানান। পাশাপাশি রাহুল দাবি করেন, মোদী সরকারের আমলে যে নয়া রাফাল চুক্তি হয়েছে সেই সম্পর্কে কিছুই জানেন না পারিক্কর।
আর এই চিঠি প্রকাশিত হওয়ার পরই রাহুলকে একহাত নেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। তিনি টুইট করে বলেন, রাহুল গান্ধীজি, একজন অসুস্থ মানুষকে নিয়ে মিথ্যা বলে আপনি চরম অসংবেদনশীলতার পরিচয় দিয়েছেন। পাশাপাশি তিনি জানান, মনোহর পারিক্করজি নিজস্ব স্ট্যাইলেই এর সঠিক জবাব দিয়েছেন।
Be the first to comment