দেশে রেকর্ড করোনা সংক্রমণ, একদিনে আক্রান্ত ৭২ হাজারের বেশি

Spread the love

দেশে রেকর্ড হারে বাড়ছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন ৭২ হাজার ৩৩০ জন। একদিনে দেশে ভাইরাসে মৃত্যু হয়েছে ৪৫৯ জনের। গত ২৪ ঘণ্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৪০ হাজার ৩৮২ জন।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সূত্রে আরও জানা যাচ্ছে, দেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা ১ কোটি ২২ লাখ ২১ হাজার ৬৬৫। করোনায় মোট সুস্থ হয়েছেন ১ কোটি ১৪ লাখ ৭৪ হাজার ৬৮৩ জন। এই মুহূর্তে দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা ৫ লাখ ৮৪ হাজার ৫৫। দেশে মোট মৃত্যু হয়েছে ১ লাখ ৬২ হাজার ৯২৭ জনের।
দেশের মধ্যে মহারাষ্ট্রে সবচেয়ে বিপজ্জনক করোনা পরিস্থিতি। এই প্রেক্ষিতে সে রাজ্যে লকডাউন জারি করা হতে পারে। সূত্রের খবর, আগামী ২ বা ৩ এপ্রিল মহারাষ্ট্রে দ্বিতীয় লকডাউন জারি করা হতে পারে। নির্দিষ্ট সময়ের জন্য লকডাউন জারি করা হতে পারে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই লকডাউনের প্রস্তুতি শুরু করে দিয়েছে প্রশাসন।

মহারাষ্ট্রে লকডাউন জারির ব্যাপারে কিছুদিন আগেই ইঙ্গিত দিয়েছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী বলেছিলেন, মানুষ যেহেতু করোনায় সুরক্ষাবিধি মানছে না, তাহলে লকডাউনের জন্য প্রস্তুত থাকুন। টাস্ক ফোর্সের সঙ্গে বৈঠকে রাজ্যের করোনা সংক্রমণের গ্রাফ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ঠাকরে। করোনা ঠেকাতে লকডাউনের মতো নিষেধাজ্ঞাও জারি করা হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। প্রশাসনকে লকডাউনের জন্য প্রস্তুত থাকারও নির্দেশ দেন তিনি।
এদিকে, বাংলাতেও বাড়ছে করোনার দাপট। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ৯৮২ জন, প্রাণ হারিয়েছেন ২ জন। আর এই বাড়তে থাকা সংক্রমণের হার নিয়ে চিন্তায় বিশেষজ্ঞরাও। রাজ্য স্বাস্থ্য দফতর থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ৩১ মার্চ পর্যন্ত রাজ্য করোনায় আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৭০ হাজার ৮১১ জন, মৃত্যু হয়েছে ১০ হাজার ৩২৯ জনের। এই মুহূর্তে রাজ্য সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৭৭৫ জন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*