ভিডিও- (এএনআই)
হুডখোলা জিপের উপরে দাঁড়িয়ে সকলের উদ্দেশে হাত নাড়াচ্ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ কিন্তু আচমকাই পড়লেন বিপদে। ভিড়ের মধ্যে মিশে থাকা এক ক্ষিপ্ত জনতা উঠে গেলো গাড়ির মাথায় ৷ এরপরই সটান অরবিন্দ কেজরিওয়ালের গালে ঠাসিয়ে মারলেন চড়। কয়েক মুহূর্তের জন্য স্তম্ভিত হয়ে যান দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ পরিস্থিতি বুঝে ওঠার আগেই এবার কেজরিওয়ালের গলায় ধাক্কা দেন ওই ব্যক্তি ৷ তৎক্ষণাৎ কেজরিওয়ালকে ঘিরে থাকা নিরাপত্তারক্ষীরা সতর্ক হয়ে পড়েন ৷ তারা ওই ব্যক্তির গলার টেনে নীচে নামিয়ে আনেন ৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তির নাম সুরেশ ৷ সম্প্রতি গোটা ঘটনাটির ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷ ভিডিওটিতে দেখা যাচ্ছে, গাঢ় খয়েরি রংয়ের পোশাক পরে এক ব্যক্তি কেজরিওয়ালের গাড়ির উপরে উঠে পড়েন এরপর কেজরিওয়ালকে শুধু চড় থাপ্পড়ই নয় ৷ ওই ব্যক্তি কেজরিওয়ালকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন বলেও অভিযোগ ৷ তবে, কেন তিনি এমন একটি ঘটনা ঘটালেন তা এখনও স্পষ্ট নয় ৷
দেখুন সেই ভিডিও-
উল্লেখ্য, শনিবার সকালেই দিল্লির মোতি নগরে নির্বাচনী প্রচারে বেরোন কেজরি ৷ আর তারপরই ঘটলো এমন ঘটনা। এদিকে ঘটনার পরই নিন্দায় সরব হয় সব মহল। টুইট করে ঘটনার প্রতিবাদ করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন এক টুইট বার্তায় মমতা বলেন, মিথ্যা অপবাদ এবং প্রতিপক্ষ নেতাদের উপর ক্রমাগত আক্রমণের কারন খুবই পরিষ্কার। বিজেপি বুঝেই গেছে যে ওরা নির্বাচনে হেরে গেছে, তাই ওরা এভাবে একটা মরিয়া প্রচেষ্টা চালাচ্ছে। আমরা অরবিন্দ কেজরিওয়ালের উপর হওয়া এই নিন্দনীয় হামলার কড়া নিন্দা করছি। আমরা সবাই তোমার পাশে আছি অরবিন্দ।
Be the first to comment