রোজদিন ডেস্ক:-
আর জি কর এর ঘটনা যেনো মানব সত্বাকে আরোও বেশি করে জাগিয়ে তুলছে। আগামী ৭ সেপ্টেম্বর থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত ধরনার অনুমতি দিল আদালত আনিস খানের বাবাকে। তবে শর্তসাপেক্ষে অনুমতি দিয়েছেন বিচারপতি।
হাওড়ার ছাত্রনেতা আনিস খানের মৃত্যু নিয়ে তোলপাড় হয়েছিল রাজ্য। আনিসের পরিবার অভিযোগ করেছিল, খুন করা হয়েছে তাদের ছেলেকে। যদিও রাজ্য পুলিশের বিশেষ তদন্তকারী দল (সিট)-এর চার্জশিটে জানানো হয়, হত্যা নয়, পুলিশের অভিযানের পর ছাদ থেকে পড়ে মৃত্যু হয় হাওড়ার আমতার ছাত্রনেতার।
আজ যেমন মানবতার বন্ধনে সকল মানুষ বিচার লাভের আশায় ঐক্যবদ্ধ ভাবে লড়াই চালাচ্ছে। সেরকমই এক লড়াই এ প্রাণ হারানো এক ছাত্র নেতার মৃত্যুর শোকে কাতর একজন পিতা, আরোও এক শোকাতুর পিতার পাশে দাঁড়াতে চাইছেন।
আরজি কর কাণ্ডের প্রতিবাদে ধরনায় বসতে চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন নিহত আনিস খানের বাবা সালেম খান। শ্যামবাজারে ধরনা অবস্থানে বসার অনুমতি চেয়ে বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের এজলাসে হাজির হন আনিসের বাবা। তাঁর সেই আবেদনে সাড়া মেলে। শুক্রবার আদালত ধরনার অনুমতি দিল। দুপুর ২টো থেকে রাত ৯টা পর্যন্ত ধরনা চালাতে পারবেন। ১২ ফুট বাই ১৫ ফুট স্টেজ বানানোর অনুমতি দিয়েছে আদালত। ৩০০ লোক নিয়ে অবস্থানে বসতে পারবেন সালেম খান। মানতে হবে শব্দবিধি।
Be the first to comment